Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

বিআরডিবি, মেহেরপুর জেলার সাম্প্রতিক কর্মকান্ড

১। আবর্তক (কৃষি) ঋণ কর্মসূচী:

উপজেলার মাধ্যমে পল্লী অঞ্চলের কৃষকদের নিয়ে কৃষক সমবায় সমিতি গঠন, তাদের মূলধন সৃষ্টি, কৃষি ও অকৃষি খাতে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান।

২। সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচী (সদাবিক):

উপজেলার মাধ্যমে দল গঠন, তাদের মূলধন সৃষ্টি, কৃষি ও অকৃষি খাতে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান।

৩। পল্লী প্রগতী প্রকল্প:

উপজেলার মাধ্যমে দল গঠন, তাদের মূলধন সৃষ্টি, কৃষি ও অকৃষি খাতে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান।

৪। বীর মুক্তযিোদ্ধা ও তাঁদরে পোষ্যদরে প্রশক্ষিণ এবং আত্মর্কমসংস্থান র্কমসূচী:

উপজেলার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও ঋণ সহায়তা প্রদান।

৫। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ( ইরেসপো):

উপজেলার মাধ্যমে পল্লী অঞ্চলের দরিদ্র মহিলাদের আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষে দল/ সমিতি গঠন, মূলধন সৃষ্টি ও ঋণ সহায়তা প্রদান।

৬। পল্লী জীবিকায়ন প্রকল্প:

উপজেলার মাধ্যমে দল গঠন, তাদের মূলধন সৃষ্টি, কৃষি ও অকৃষি খাতে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান।

৭। অংশীদায়িত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ ( পিআরডিপি-৩):

গ্রামের মানুষদের নিয়ে যৌথভাবে গ্রামের মাটির রাস্তা পাকা করণ ও ড্রেন ও অন্যান্য উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন করা হয়।

৮। মহিলা উন্নয়ন অনুবিভাগ:

পল্লী অঞ্চলের দরিদ্র মহিলাদের আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষে দল/ সমিতি গঠন, মূলধন সৃষ্টি ও ঋণ    সহায়তা প্রদান সম্পর্কিত তথ্য সরবরাহ করা।

 ৯) গুচ্ছগ্রাম প্রকল্প:

১০) দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ শীর্ষক প্রকল্প: এ প্রকল্পের মাধ্যমে ডাল, তেল ও মসলা জাতীয় ফসল চাষ করার জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ছোট ছোট দল বা গ্রুপে বিভক্ত করে মাত্র ৪% সেবামূল্যে ঋণ বিতরণ করা হয়। আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা এ প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য।